আমার অসাধ্য কি আছে ধর্মরাজন (amar osadhho ki ache dhormorajon)
আমার অসাধ্য কি আছে ধর্মরাজন।
করিয়াছি কুরুক্ষেত্রে অসাধ্য সাধন॥
বধেছি কর্ণ মহাবীরে,
চিত্ররথ জয়দ্রথেরে সমরে,
অসংখ্য জীবের তরে করেছি নিধন॥
উপাধি পেয়েছি ধনঞ্জয়,
ত্রিভুবনে কারে আমি করি না কো ভয়,
নিশ্চয় অশ্বমেধ যজ্ঞের হয়, করিবে জগত পর্যটন॥
শত সহস্র মহারথে,
মারিয়াছি কুরুক্ষেত্রে
স্বয়ং শ্রীকৃষ্ণ মোর সাথে, কিসের অঘটন॥
অধীন নজরুল এসলামে কয়,
নানা স্থানে পাবে তুমি বিঘ্ন ধনঞ্জয়,
শেষে তোমার জয়, করিয়া ভ্রমণ॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। চাপান সং। রাজা যুধিষ্ঠির। প্রথম দৃশ্য। তৃতীয় গান। অর্জুনের গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৫৮।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৬০৯]
- বিষয়াঙ্গ: মহাভারতের কাহিনি অবলম্বনে রচিত 'রাজা যুধিষ্ঠির' পালার চাপান সং'-এর তৃতীয় গান। ভণিতা নজরুল এসলাম।