আমার এই টাটকা লুচি, দিই গো কারে। (amar ei tatka luchi di go kare)

আমার এই টাটকা লুচি, দিই গো কারে।
প্রেমিক যারা, নেয় গো তারা, দিই না আমি যারে তারে॥
            আমার এই টাটকা লুচি,
            অরুচির হয় গো রুচি,
খেলে পরে এক কুচি, মরা গাঙে জোয়ার ধরে॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। ঐতিহাসিক পালা। নীলকুঠি। নবম দৃশ্যান্তর। প্রথম গান। আরতির গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩১০।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮২৮]
       
  • বিষয়াঙ্গ: 'নীলকুঠি' পালার সপ্তম গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।