চুড়ি কিঙ্কিনী রিনি রিন ঝিনি বীণ বাজায়ে চলে (churi kinkini rini rin jhinibin bajaye chole)
তাল: দাদ্রা
চুড়ি কিঙ্কিনী রিনি রিন ঝিনি বীণ বাজায়ে চলে
শুনি নদীর নীল জলে জোয়ার উথলে॥
বাজে পায়ে পাঁইজোর ঘুঙুর ঝুমুর ঝুমুর
গাহে পাপিয়া পিয়া পিয়া শুনি সে সুর
শত পরান হতে চায় ঐ চরণে নূপুর
হৃদি হতে চায় চাবি তাহার আঁচলে॥
পথিক বধিতে কি নদীতে সে জলকে যায়
ছল্ ছল্ বলি তাহার কলসিতে জল ছ'ল্কে যায়
কাজল-ঘন চোখে বিজলি জ্বালা ঝল্কে যায়
মন-পতঙ্গ ধায় ঐ আঁখির অনলে
শুনি নদীর নীল জলে জোয়ার উথলে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪০) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ৩৪ বৎসর ছিল ৭ মাস।
- রেকর্ড: এইচএমভি [ জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)। এন ৭১৮৬। শিল্পী: মিস লক্ষ্মী। নৃত্য সম্বলিত] [শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার: নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চদশ খণ্ড। ভাদ্র ১৪০৩। আগষ্ট ১৯৯৬। ১৬ সংখ্যাক গান। রেকর্ডে মিস লক্ষ্মী'র গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: দাদরা
- গ্রহস্বর: গা