আমি বাছুরী তোমার বেঁধে রেখেছি। (ami bachuri tomay bedhe rekhechhi)
আমি বাছুরী তোমার বেঁধে রেখেছি।
আমি উঠ্তি বাছুরী একটা বেঁধে রেখেছি॥
কমলা বরণী নবীনা বাছূরী,
গতি চঞ্চলা রূপের বাছুরী,
দল ছুট হয়ে ঘুরছিল ফিরি, আদরে আদরে ধরেছি॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। সাধারণ সং। বাছুরীর খোঁজে। প্রথম দৃশ্য। চতুর্থ গান। বড়ায়ীর গান। সংকলক ওসম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২০৩।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৭৬৬]
- বিষয়াঙ্গ: 'বাছুরী খোঁজে' পালার চতুর্থ গান। ভণিতা নাই।