আমার ভাঙা নায়ের বৈঠা ঠেলে' ( amar bhanga nayer boitha thele)

  তাল: কাহার্‌বা
আমার ভাঙা নায়ের বৈঠা ঠেলে'
আমি খুঁজে বেড়াই তারেই রে ভাই যে গিয়েছে আমায় ফেলে'॥
আমার, তোদের মতই ঘর ছিল, ভাই এম্‌নি গাঙের কূলে,
সেই ঘরেতে রূপের জোয়ার উঠতো দু'লে দু'লে।
সেই সোনার পরী উড়ে গেছে সোনার পাখা মেলে'॥
পায়ে চ’লে খুঁজি তা’রে গাঁয়ে গাঁয়ে খুঁজি,
নাইতে চলে বৌ-ঝি, আমি ভাবি সে-ই বুঝি।
চাঁদের দেশের মেয়ে সে ভাই, গেছে বাপের বাড়ি,
মাটিতে মোর পা বাঁধা ভাই, উড়ে যেতে নারি।
হারালে সব যায় পাওয়া ভাই শুধু মানুষ নাহি মেলে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 'গুলবাগিচা' গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩] অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। ভাটিয়ালি-কার্ফা। পৃষ্ঠা: ৬৫]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৫৮। ভাটিয়ালি-কার্ফা। পৃষ্ঠা ২৫৯]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।