আমি চাষা এসেছি ভাই চাষ করিতে (ami chasha eshechi bhai chash korite)

আমি চাষা এসেছি ভাই চাষ করিতে।
বড় ইচ্ছা, চাষ করিব, এই ভবের জমিতে॥
খোদা করেছেন ভাই দয়া,
ইমান আশরফি দিয়া,
জমা দিয়েছেন ধার্য করে,
বলেছেন খুব যত্ন করে,
সকল ফসল লাগাইতে॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। সাধারণ সং। চাষার সং। কৃষিক্ষেত। প্রথম দৃশ্য । প্রথম গান। ডাকসুরার গান। সংকলক ওসম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৯৯।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৭৫৭]
  • বিষয়াঙ্গ: 'চাষার সং' পালার প্রথম গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।