প্রেম ক্যাটারী লগ্য গ্যয়ি তোরে কারী কারী (prem katari lag gayi tore)

তাল: কাহার্‌বা
প্রেম ক্যাটারী লগ্য গ্যয়ি তোরে কারী কারী
প্যয়ারে ভ্যঁওরে ডোলাৎ হ্যায় যো নিস্‌দিন ডারী ডারী॥
শুনা প্যয়ারে ভ্যঁয়র ও প্রেম-কাহানী
বাগ্‌মে যাতা হ্যায় প্রেম সে গাতা হ্যায় কয়া মানমেঁ ঠানী॥
ফুলো সে ক্যয়া তুঝকো প্রেম হুয়া হ্যায়
মেরী তারহা ক্যায়া তু প্রেমী ব্যনা হ্যায়
ত্যড়পত হ্যায় কিসকী তু বরহা মেঁ নিস্‌দিন
পাই হ্যায় কিস্‌সে হয়ে প্রেমনিশানী॥
ফুলমে হ্যায় গুলসে গালো কি রং গাৎ
মিলতি হ্যায় ইনসে প্রীতম কি প্যারী সুরাত
ইস্‌সে ম্যায় কারতিহু ফুলসে উলফত
ফিরত হু ব্যন ব্যন ব্যন্‌কে দিওয়ানী॥

 

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের নভেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৪) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর ৬ মাস।
     
  • রেকর্ড:  এইচএমভি।  [নভেম্বর ১৯৩৭ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৪)। এন ৯৯৯৬। শিল্পী: সীতা দেবী সুর: নজরুল ইসলাম] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ।  [নজরুল-সঙ্গীত স্বরলিপি, সপ্তদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আষাঢ়, ১৪০৩/ জুন, ১৯৯৬ খ্রিষ্টাব্দ। ১৬সংখ্যক গান।] [নমুনা]
  • সুরকার: নজরুল ইসলাম
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম [হিন্দি গান]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।