ম্যয় প্রেম নগরকো জাউঙ্গী (mai prem nogorko jaungi)

ম্যয় প্রেম নগরকো জাউঙ্গী
সুন্দর দিলবর দেখন্ কো।
ফুল চড়াউঁ অঙ্গ অঙ্গ মে
মন রঙ্গুঙ্গি পিয়া রঙ্গ মে,
পিয়া নাম মেরি গলে কি হার কর্
পীতম মম বাহ্ লাউঙ্গী॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের ২৯ জুন ১৯৩৮ (মঙ্গলবার, ১৫ আষাঢ় ১৩৪৪), কলকাতার নাট্যনিকেতন মঞ্চে শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদ্দৌলা (নাটক) মঞ্চস্থ হয়েছিল। এই নাটকে এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
  • মঞ্চ: নাট্যনিকেতন সিরাজদ্দৌলা। (নাটক)। নাট্যকার: শচীন্দ্রনাথ সেনগুপ্ত। [২৯ জুন ১৯৩৮ (মঙ্গলবার, ১৫ আষাঢ় ১৩৪৪)। চরিত্র: আলেয়া। শিল্পী: নীহারবালা] 
                সূত্র: সিরাজদ্দৌলা পঞ্চদশ সংস্করণ] [সংযুক্তি]
     
  • রেকর্ড: এইচএমভি। নভেম্বর ১৯৩৮ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৫)। সিরাজদ্দৌলা (নাটক)। নাট্যকার: শচীন্দ্রনাথ সেনগুপ্ত। এন ১৭২০৬। প্রথম ও দ্বিতীয় খণ্ড। আলেয়ার গান। শিল্পী: নীহারবালা
     
  • বেতার: সিরাজদ্দৌলা (নাটক)। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ২৪ নভেম্বর (শুক্রবার, ৮ অগ্রহায়ণ ১৩৪৬)। সন্ধ্যা ৬.৪৫-৮.৪৫। বেতার নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল কিনা তা জানা যায় নি।
           [সূত্র: The Indian Listener, Vol. IV, No. 22] page 1578]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।