ইয়া মোহাম্মদ, বেহেশত্‌ হতে খোদায় পাওয়ার পথ দেখাও (iya mohammod, beheshot hote khoday paoar poth dekhao)

ইয়া মোহাম্মদ, বেহেশত্‌ হতে খোদায় পাওয়ার পথ দেখাও
এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও॥
পীর মুর্শীদ পাইনি আমি, তাই তোমায় ডাকি দিবস-যামী,
তোমারই নাম হউক হজরত আমার পরপারের নাও॥
অর্থ-বিভব-যশ-সম্মান চেয়ে চেয়ে নিশিদিন
দুঃখে শোকে জ্ব'লে মরি পরান কাঁদে শ্রান্তিহীন।
আল্লা ছাড়া ত্রিভুবনে, শান্তি পাওয়া যায় না মনে
কোথায় পাব সে আবহায়াত ইয়া নবীজী রাহ্ বাতাও॥

  • রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়- শ্রাবণ ১৩৪৭) মাসে  মেগাফোন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ১ মাস।
     
  • রেকর্ড: মেগাফোন। জুলাই ১৯৪০ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৭)। জেএনজি ৫৪৮৭। শিল্পী: ফুল মোহাম্মদ [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্‌ নবী। নজরুল সঙ্গীত স্বরলিপি (বিংশ খণ্ড)। [কবি নজরুল ইন্সটিটিউট] তৃতীয় গান [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামি গান)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: তাল: কাহারবা
    • গ্রহস্বর: র্সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।