দেখে যারে রুদ্রাণী মা সেজেছে আজ ভদ্রকালী (dekhe jare rudrani ma shejechhe aj vodrokali)

দেখে যারে রুদ্রাণী মা সেজেছে আজ ভদ্রকালী।
শ্রান্ত হয়ে ঘুমিয়ে আছে শ্মশান মাঝে শিব-দুলালী॥
            আজ শান্ত সিন্ধু তীরে
            অশান্ত ঝড় থেকেছে রে,
মা’র কালো রূপ উপ্‌চে পড়ে ছাপিয়ে ভুবন গগন-ডালি॥
আজ অভয়ার ওষ্ঠে জাগে শুভ্র করুণ শান্ত হাসি,
আনন্দে তাই বসন ফেলি’ মহেন্দ্র ঐ বাজায়-বাঁশি,
            ঘুমিয়ে আছে বিশ্ব ভুবন
            মায়ের কোলে শিশুর মতন,
পায়ের লোভে মনের বনে ফুল ফুটেছে পাঁচমিশালি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন মাসে (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ) গানের মালা নামক সঙ্গীত সঙ্কলনের প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়েছিল।  এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
  • গ্রন্থ:
    • গানের মালা
      • প্রথম সংস্করণ প্রথম সংস্করণ। ২৩ অক্টোবর ১৯৩৪, মঙ্গলবার ৬ কার্তিক ১৩৪১। গানের মালা-৪৮। আনন্দ-ভৈরবী-দাদরা]
      • নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা। ৪৮। আনন্দ-ভৈরবী-দাদর পৃষ্ঠা ২২১-২২২]
  • রেকর্ড:
    • টুইন। সেপ্টেম্বর ১৯৩৪ (ভাদ্র-আশ্বিন ১৩৪১) এফটি ৩৫০৪। শিল্পী: রণজিত মণ্ডল
    • এইচএমভি [সেপ্টেম্বর ১৯৪৩ (১৫ ভাদ্র -১৩ আশ্বিন ১৩৫০)] এন ২৭৪০৩। মৃণালকান্তি ঘোষ। সুর: চিত্তরঞ্জন রায় [শ্রবণ নমুনা]
  • পত্রিকা: ভারতবর্ষ। আশ্বিন ১৩৪২ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৫)। প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল।
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, শাক্ত)
    • সুরাঙ্গ: স্বকীয়
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।