জাগিলে ‘পারুল’ কিগো ‘সাত ভাই চম্পা’ ডাকে (jagile parul kigo shat vai chompa dake)
রাগ: ভীমপলশ্রী, তাল: দাদরা
জাগিলে ‘পারুল’ কিগো ‘সাত ভাই চম্পা’ ডাকে।
উদিলে চন্দ্র-লেখা বাদলের মেঘের ফাঁকে॥
চলিলে সাগর ঘু’রে’
অলকার মায়ার পুরে,
ফোটে ফুল নিত্য যেথায় জীবনের ফুল্ল-শাখে॥
আধারের বাতায়নে চাহে আজ লক্ষ তারা,
জাগিছে বন্দিনীরা, টুটে ঐ বন্ধু কারা!
থেকো না স্বর্গে ভু’লে
এ পারের মর্ত্য-কূলে,
ভিড়ায়ো সোনার তরী আবার এই নদীর বাঁকে॥
- রচনাকাল ও স্থান ১৯২৮ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসের শেষের দিকে (কার্তিক ১৩৩৫) উচ্চ শিক্ষার্থে ফজিলুতন্নেসা ইংল্যান্ডে যান। তাঁর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছিল সওগাত পত্রিকার অফিসে। নজরুল ফজিলুতন্নেসার বিদায় উপলক্ষে এই গানটি রচনা করেন এবং এই অনুষ্ঠানে এই গানটি নিজেই পরিবেশন করেন। এই সময় নজরুলের বয়স ছিল- ২৯ বৎসর ৫ মাস।
- গ্রন্থ
- বুলবুল
- প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৫ বঙ্গাব্দ। গান ৩৮। ভীমপলশ্রী-দাদরা]
- নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান ৩৮। ভীমপলশ্রী-দাদরা। পৃষ্ঠা: ১৭৯-১৮০]
- বুলবুল