মোরা বিহান-বেলা উঠে রে ভাই চাষ করি এই মাটি (mora bihaan bela uthe re bhai)

         তাল: কাহার্‌বা
 মোরা বিহান-বেলা উঠে রে ভাই চাষ করি এই মাটি।
 যে মাটির বুকে আছে পাকা ধানের সোনার কাঠি॥
 ফসল বুনে রোদের তাতে উঠি যখন ঘেমে
 সদয় হয়ে আকাশ বেয়ে বৃষ্টি আসে নেমে
 (ওরে) মুচকি হেসে বৌ এনে দেয় পান্তা ভাতের বাটি॥
 আশ মেটে না চারা ধানের পানে চেয়ে চেয়ে
 মরাই ভ’রে থাকবে ওরাই আমার ছেলে মেয়ে।
 (আমি) চাই না স্বর্গ, পাই যদি এই পাকা ধানের আটি (রে ভাই)॥
 জল নিতে যায় আড়চোখে চায় বৌ-ঝি নদীর কূলে
 খুশিতে বুক ভ’রে ওঠে, খাটুনি যাই ভুলে।
 এ মাঠ নয় ভাই বৌ পেতেছে ঠাণ্ডা শীতল পাটি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন-১৩৪৫) মাসে, টুইন রেকর্ড কোম্পানি এই গানটির প্রথম রেকর্ড করেছিল। পরে রেকর্ডটি বাতিল হয়ে গিয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৩ মাস।
     
  • রেকর্ড:
    • টুইন [সেপ্টেম্বর ১৯৩৮ (ভাদ্র-আশ্বিন ১৩৪৫)।  শিল্পী: গিরীন চক্রবর্তী। রেকর্ডটি পরে বাতিল হয়ে গিয়েছিল]
    • টুইন [এপ্রিল ১৯৪৪ (চৈত্র ১৩৫০-বৈশাখ ১৩৫১)। এফটি ১৩৯৪০। শিল্পী: গণেন চক্রবর্তী। সুরকার: গিরীন চক্রবর্তী। [শ্রবণ নমুনা]
  • সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
    • সুরকার: গিরীন চক্রবর্তী
    • স্বরলিপি ও স্বরলিপিকার:
      • আহসান মুর্শেদ[নজরুল-সঙ্গীত স্বরলিপি, তেত্রিশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪১৭। জুন ২০১০)। ৪ সংখ্যক গান। রেকর্ডে গণেন চক্রবর্তীর -গাওয়া সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। পৃষ্ঠা: ১২-১৫।] [নমুনা]
    • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।