আমার শুধু চোখের দেখা সই (amar shudhu chokher dekha soi)

আমার শুধু চোখের দেখা সই
আমি কাঙাল বলে কাঙালি তো নই
তোমার কাছে এই যে নিতি আসি
এই যে চেয়ে রইতে ভালোবাসি;
চাইনে কিছুই চাইতে চাওয়া বই॥
বসন্তে যে দখিনা বাতাস বয়
শুকতারা যে ঊষায় চেয়ে রয়
তাদের মানা করতে পার কই॥
রূপের দাবি করতে যদি তাই
মানতে হবে দেখার দাবিটাও
হই বেহায়া নিলাজ পাগল নই॥

 

  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০৮২। পৃষ্ঠা: ৯৪৫]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।