জাগো জাগো! জাগো নব আলোকে (jago jago! jago nobo aloke)
রাগ: টোড়ি, তাল কাওয়ালি
জাগো জাগো! জাগো নব আলোকে
জ্ঞান-দীপ্ত চোখে ডাকে ঊষসী আলো।
জাগে আঁধার-সীমায় রবি রাঙা মহিমা,
গাহে প্রভাত-পাখি হের নিশি পোহালো॥
জগো ঊর্ধ্বে ধরার শিশু স্বপ্ন-আতুর,
নব বিস্ময় লোকে জাগো সৃজন-বিধুর।
রাঙা গোধূলি-বেলা র’চ ধূলির ধোঁওয়ায়,
আনো কল্প-মায়া, নাশো গহন কালো॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। বঙ্গীয় পরিশীলন সমিতির সাহায্যার্থে- ১৯৩২ খ্রিষ্টাব্দের ১০ সেপ্টেম্বর (শনিবার, ২৫ ভাদ্র ১৩৩৯)কলকাতার ইউনিভার্সিটি ইন্সটিটিউট হলে একটি বিচিত্রানুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানের জন্য নজরুল এই গানটি রচনা করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৪ মাস।
- পরিবেশনা: বঙ্গীয় পরিশীলন সমিতির সাহায্যার্থের জন্য অনুষ্ঠান। ১০ সেপ্টেম্বর ১৯৩২ (শনিবার, ২৫ ভাদ্র ১৩৩৯)।
- গ্রন্থ:
- গীতি-শতদল
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। টোড়ি-কাওয়ালি]।
- নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১ । গীতি-শতদল। গান সংখ্যা ৮৭। টোড়ি-কাওয়ালি। পৃষ্ঠা ৩৩৩]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২৩১৯। গান সংখ্যা ২১৬১। রাগ: টোড়ি, তাল কাওয়ালি। পৃষ্ঠা: ৭০১]
- গীতি-শতদল
- রেকর্ড: এইএমভি [ফেব্রুয়ারি ১৯৩৪ (মাঘ-ফাল্গুন ১৩৪০)]। এন ৭১৯২। শিল্পী: আশ্চর্যময়ী