আমি ছন্দ ভুল চির-সুন্দরের নাট-নৃত্যে গো (ami chhondo bhul chiro-sundorer nat-nritte go)

রাগ: টোড়ি। তাল: তেওড়া
আমি     ছন্দ ভুল চির-সুন্দরের নাট-নৃত্যে গো॥
আমি     অপ্সরা-মায়া ধ্যানভঙ্গের
                    যোগী মহেন্দ্রের চিত্তে গো
আমি     পঞ্চশর-তৃণে রক্তমাখা শর,
            অমৃত-পাত্রে গো স্মর-গরল খর
আমি     উর্বশীর খল-চরণ-নূপুর
            উদাসিনী দেব-চিত্তে গো॥

 

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৭ বঙ্গাব্দের ভাদ্র মাসে প্রকাশিত 'নজরুল গীতিকা' গ্রন্থে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল। এই  সময় নজরুলের বয়স ছিল ৩১ বৎসর ৩ মাস।
        
  • গ্রন্থ:
    • নজরুল গীতিকা
      • প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। টোড়ি-তেওড়া। পৃষ্ঠা ১১০]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭।]  নজরুল গীতিকা। ৮৭। ধ্রুপদ। টোড়ি-তেওড়া। পৃষ্ঠা: ২৩৩]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।