হর হর শঙ্কর! জয় শিব শঙ্কর! (har har shongkor)

হর হর শঙ্কর! জয় শিব শঙ্কর!
দানব-সন্ত্রাস, জয় প্রলয়ঙ্কর! জয় শিব শঙ্কর!
নিপীড়িত জন-মন-মন্থন দেবতা,
আন অভয়ঙ্কর স্বর্গের বারতা!
জাগো মৃত্যুঞ্জয় সংহর, জয় শিব শঙ্কর!
এসো উৎপীড়িতের রোদনের বোধনে
বজ্রাগ্নির দাহ ল’য়য়ে রোষ নয়নে।
ভীম কৃপাণে ল’য়ে মৃত্যুর দণ্ড,
দৈত্যারি-বেশে এসো উন্মাদ চণ্ড,
ধ্বংস-প্রতীক মরু-শ্মশান সঞ্চর! জয় শিব শঙ্কর!

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। ১৩৩৭ বঙ্গাব্দের অগ্রহায়ণ (নভেম্বর ১৯৩০) মাসে প্রকাশিত হয়েছিল নজরুলের প্রথম নাট্যসংকলন 'ঝিলিমিল' গ্রন্থের প্রথম সংস্করণ। এই সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল তিনটি নাটিকা। এগুলো হলো- ঝিলিমিলি, সেতুবন্ধ ও শিল্পী।  এর ভিতরে 'সেতুবন্ধ' বন্ধ নাটিকার তৃতীয় দৃশ্যে গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩১ বৎসর ৬ মাস।
     
  • গ্রন্থ
    • সেতুবন্ধ। ঝিলিমিলি (নাট্যসংকলন)
      • প্রথম সংস্করণ। [অগ্রহায়ণ, ১৩৩৭ (নভেম্বর ১৯৩০)। 'সেতুবন্ধ'। তৃতীয় দৃশ্য। অন্তরীক্ষের গান]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা জুন ২০১২। সেতুবন্ধ। তৃতীয় দৃশ্য। অন্তরীক্ষের গান। পৃষ্ঠা: ৩৮১-৩৮২]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।