তোমারে চেয়েছি কত যুগ যুগ ধরি প্রিয়া (tomare cheyechhi koto jug jug dhori priya)
পুরুষ : তোমারে চেয়েছি কত যুগ যুগ ধরি প্রিয়া।
স্ত্রী : এসেছি তাই ফিরে পুন পথিকের প্রীতি নিয়া॥
পুরুষ : তোমার নয়নে তাই চাহি ফিরে ফিরে,
স্ত্রী : হের তব ছবি প্রিয় মোর আঁখি নীরে।
উভয়ে : কত জনম শেষে এসেছি ধরণী তীরে
কার অভিশাপে ছিনু হায় চির পাশরিয়া॥
স্ত্রী : আরো প্রিয় আরো হাতে এ নব বাসর রাতে,
পুরুষ : যেয়ো না স্বপন সম মিশায়ে নিশীথ প্রাতে।
স্ত্রী : তারার দীপালি জ্বলে হের গো গগন তলে
পুরুষ : হের শুক্লা একাদশী চাঁদের তরণী দোলে,
উভয়ে : মোদের মিলন হেরি নিখিল ওঠে দুলিয়া॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩২ খ্রিষ্টাব্দের ২৩ সেপ্টেম্বর (শুক্রবার ৭ আশ্বিন ১৩৩৯) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে চুক্তি হয়েছিল। এই চুক্তিতে গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৪ মাস।
- রেকর্ড:
- এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের চুক্তি হয়েছিল ১৯৩২ খ্রিষ্টাব্দের ২৩ সেপ্টেম্বর (শুক্রবার ৭ আশ্বিন ১৩৩৯)। [শ্রবণ নমুনা]
- টুইন [ডিসেম্বর ১৯৩২ (অগ্রহায়ণ-পৌষ ১৩৩৯)। এফটি ২৩২২। শিল্পী: ধীরেন দাস ও মানিকমালা।]
- স্বরলিপি ও স্বরলিপিকার: সালাউদ্দিন আহ্মেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, পঁচিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। ভাদ্র, ১৪১২/আগস্ট ২০০৫ খ্রিষ্টাব্দ] ১৬ সংখ্যক গান। [নমুনা]
- পর্যায়: