তুমি ভাগিয়াছ ভাগলুয়া দলের সাথে (tumi bhagiachho bhaglua doler sathe)

তুমি ভাগিয়াছ ভাগলুয়া দলের সাথে।
(হায় প্রিয়া!) তুমি যে ভেগেছ ভাগ্‌লুয়া দলের সাথে।
নিয়ে গেছ হায় বাক্সের চাবি দিয়েছ দাদার হাতে॥

বোমা না পড়িতে বাপের বাড়িতে ছুট দিলে স্বামীরে ভুলে,
আমি পথে ফিরি হায়, কর্পোরেশনের ষাঁড় যেন কলকাতাতে।
এখন পথে ফিরি হায়, কর্পোরেশনের ষাঁড় যেন কলকাতাতে॥
যখন ভালুক নাচাতে এই স্বামী লয়ে (তখন) ভুলেছিলে বাবা দাদা;
(তখন) তোমার বেণীটি আমার টিকি-টি একদিকে ছিল বাঁধা।
সে-বেণী খুলিল সে-টিকি ছিঁড়িল ঘরের উনুন নিভিল;
আমি আবার প্রেমের হাট বসাব ফিরে এসো হাটখোলাতে॥  

 

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের ৩১ জুলাই (শুক্রবার ১৫ শ্রাবণ ১৩৪৯) নজরুলের সাথে এইচএমভি একটি চুক্তি হয়। ওই চুক্তিপত্রের গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪৩ বৎসর ৪ মাস ।
     
  • রেকর্ড:
    • ১৯৪২ খ্রিষ্টাব্দের ৩১ জুলাই (শুক্রবার ১৫ শ্রাবণ ১৩৪৯) নজরুলের সাথে এইচএমভি একটি চুক্তি হয়। ওই চুক্তিপত্রের গানটির উল্লেখ ছিল।
    • এইচএমভি [সেপ্টেম্বর ১৯৪২ (ভাদ্র-আশ্বিন ১৩৪৯)। শিল্পী: রঞ্জিত রায়
     
  • ভাঙা গান:
    মূল গান:
    তুমি যে গিয়াছ বকুল-বিছানো পথে [অজয় ভট্টাচার্য]  [তথ্য]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।