ভোলো অতীত-স্মৃতি ভোলো কালা (bholo otit sriti bholo kala)

ভোলো অতীত-স্মৃতি ভোলো কালা।
কি হবে কুড়ায়ে এ ছিন্ন মালা॥
    মিছে রোধি' পথ
    মিনতি করিছ কত,
জাগায়ে পুরানো ক্ষত - দিও না জ্বালা॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৩৯) মাসে, গানটি প্রথম এইচএমভি রেকর্ড কোম্পানিতে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৭ মাস।
     
  • গ্রন্থ:
    • গীতি-শতদল
      • প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। বেহাগ-খাম্বাজ-ঠুংরি]।
      • নজরুল রচনাবলী, জন্মজয়ন্তী সংস্করণ।পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা ৫৩। বেহাগ-খাম্বাজ-ঠুংরি। পৃষ্ঠা ৩১২]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৬৪১।  রাগ: বেহাগ, তাল: যৎ। পৃষ্ঠা ৪৯১]
       
  • রেকর্ড: টুইন [জানুয়ারি ১৯৩৩ (পৌষ-মাঘ ১৩৩৯)। এফটি ২৩৫৮। শিল্পী: মিস্ ঊষারাণী (শ্রবণ নমুনা)]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।