গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ঐ (gonga sindhu normoda kaberi jomuna oi)
গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ঐ
বহিয়া চলেছে আগের মতন, কই রে আগের মানুষ কই॥
মৌনী স্তব্ধ সে হিমালয়
তেমনি অটল মহিমময়
নাই তার সাথে সেই ধ্যানী ঋষি, আমরাও আর সে জাতি নই॥
আছে সে আকাশ ইন্দ্র নাই
কৈলাসে সে যোগীন্দ্র নাই
অন্নদা-সুত ভিক্ষা চাই কি কহিব এরে কপাল বই॥
সেই আগ্রা সে দিল্লী ভাই
প'ড়ে আছে, সেই বাদশা নাই
নাই কোহিনুর ময়ূর-তখ্ত নাই সে বাহিনী বিশ্বজয়ী।
আমরা জানি না, জানে না কেউ
কূলে ব'সে কত গণিব ঢেউ
দেখিয়াছি কত, দেখিব এও নিঠুর বিধির লীলা কতই॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র-১৩৩৯-বৈশাখ ১৩৪০) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১১ মাস।
- গ্রন্থ:
- গুলবাগিচা
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। খাম্বাজ-দাদরা। পৃষ্ঠা: ৮৬-৮৭]
- নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১ । গুল-বাগিচা। গান সংখ্যা ৭৪। খাম্বাজ-দাদরা। পৃষ্ঠা ২৬৯-২৭০]
- সুরলিপি। [১৬ আগষ্ট ১৯৩৪ (বুধবার, ৩১ শ্রাবণ ১৩৪২)]। জগৎঘটক-কৃত স্বরলিপি। প্রকাশক: নজরুল ইসলাম। খাম্বাজ-দাদরা। [নমুনা]
- গুলবাগিচা
- রেকর্ড: এইচএমভি [এপ্রিল ১৯৩৩ (চৈত্র-১৩৩৯-বৈশাখ ১৩৪০)। এন ৭০৯৭। শিল্পী: গোপাল সেন] [শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- জগৎ ঘটক। [সুর-লিপি নজরুল ইন্সটিটিউট, ঢাকা, আগষ্ট ২০০৩]। খাম্বাজ-দাদরা [নমুনা]
- নলিনীকান্ত সরকার। সুরলিপি, (ডি. এম. লাইব্রেরী, ফাল্গুন ১৪০৫। মার্চ ১৯৯৯) -এর ২৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৬-৫৮]।[নমুনা]
- সুধীন দাশ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, চৌত্রিশতম খণ্ড, (একুশে বই মেলা। ফাল্গুন ১৪১৮/ফেব্রুয়ারি ২০১২)]। ৬ষ্ঠ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৯-২১]। [নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম।
- পর্যায়: