ভেঙো না ভেঙো না ধ্যান হে আমার ধ্যনের দেবতা (bhengo na bhego na hey amar dhyaner debota)

ভেঙো না ভেঙো না ধ্যান হে আমার ধ্যনের দেবতা।
পূজা লহ, অর্ঘ্য লহ ক’য়ো না ক’য়ো না কথা॥
পাষাণ মূরতি তুমি পাষাণ হইয়া থাকো,
মন্দির-বেদী হতে ধরার ধূলায় নেমো নাকো।
তুমিও মাটির মানুষ বুঝায়ে দিও না ব্যথা॥
সহিবে সকলি স্বামী হেনো হেলা ব্যথা দিও,
সহিবে না অপমান ভালোবাসার আমার হে প্রিয়,
থাক তুমি হিয়ার মাঝে তোমার মন্দির যথা॥

  • রচনাকাল ও স্থান:গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৪০ বঙ্গাব্দ) মাসে এইচএমভি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ৩৪ বৎসর ছিল ৮-৯ মাস।
  • গ্রন্থ:
    • গানের মালা
      • প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ৮৮। জংলা-দাদরা
      • নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা। ৮৮। জংলা-দাদরা। পৃষ্ঠা ২৪৬]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২০৫৪। রাগ: জংলা, তাল-দাদরা। পৃষ্ঠা: ৬১৯]
  • রেকর্ড: এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৩৪ ( মাঘ-ফাল্গুন ১৩৪০)। পি ১১৭৭৯। শিল্পী: ইন্দুবালা] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [সনাতন হিন্দু ধর্ম, সাধারণ]
    • সুরাঙ্গ: ভজন
    • রাগ: জংলা
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: র্সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।