যাস্‌নে মা ফিরে, যাস্‌নে জননী (jaasne maa fire, jasne jononi)

যাস্‌নে মা ফিরে, যাস্‌নে জননী ধরি দুটি রাঙা পায়।
শরণাগত দীন সন্তানে ফেলি’ ধরার ধূলায় (মা) ধরি রাঙা পায়॥
(মোরা) অমর নহি মা দেবতাও নহি
শত দুখ সহি’ ধরণীতে রহি,’
মোরা অসহায়, তাই অধিকারী মাগো তোর করুণায়॥
দিব্যশক্তি দিলি দেবতারে মৃত্যু-বিহীন প্রাণ,
তবু কেন মাগো তাহাদেরি তরে তোর এত বেশি টান?
(আজো) মরেনি অসুর মরেনি দানব
ধরণীর বুকে নাচে তাণ্ডব,
সংহার নাহি করি’ সে অসুরে চলে যাস্‌ বিজয়ায়॥ 

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। বেতারজগৎ পত্রিকার '১৬ অক্টোবর ১৯৩৯' (বুধবার ১ কার্তিক ১৩৪৬) সংখ্যায় কাজী নজরুল ইসলামের রচিত 'বিজয়া' নামক গীতি-আলেখ্য প্রচারিত হয়েছিল। এই গীতি-আলেখ্যে এই গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ৪০ বৎসর ছিল ৫ মাস।
     
  • বেতার:
    • বিজয়া। সঙ্গীতালেখ্য। কলিকাতা-ক। প্রথম অধিবেশন। ২২শে অক্টোবর, ১৯৩৯ খ্রিষ্টাব্দ  (রবিবার, ৫ কার্তিক ১৩৪৬),  সকাল ৯-৯.৪৪ মিনিট]।
              [সূত্র:
      • বেতারজগৎ। ১০ম বর্ষ ২০শ সংখ্যা। বিজয়া দশমী [১৬ অক্টোবর ১৯৩৯' (বুধবার ১ কার্তিক ১৩৪৬) সংখ্যা]
      • The Indian Listener, Vol IV. No 20, 22 October, 1939, Page :  1439 ]
         
  • পত্রিকা: বেতার জগৎ। ১০ম বর্ষ ২০শ সংখ্যা। পুরুষ ও নারীদের গান। পৃষ্ঠা ৭৬৬ 
     
  • রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৪৩ (ভাদ্র-আশ্বিন ১৩৫০)। এন ২৭৩৯৫। শিল্পী: সত্য চৌধুরী। সুর নিতাই ঘটক।] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
    • নিতাই ঘটক। সঙ্গীতাঞ্জলি। দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় সংস্করণ। শ্যামাপূজা, ১৩৮৩। বিজয়া [নাটিকার গান] শিরোনাম: বিজয়া (ধরণীর সন্তানের আর্ধ মিনতি)। পৃষ্ঠা: ৬৬-৬৮ [নমুনা]
       
  • সুরকার: নজরুল ইসলাম
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, শাক্ত, বিজয়া]
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী
    • রাগ: জৌনপুরী মিশ্র
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।