দুখের সাথী গেলি চলে কোন (dukher sathi gechi chole kon)

চলচ্চিত্র : ‘পাতালপুরী’
দুখের সাথী গেলি চলে কোন সে দেশে বিহান বেলা।
ও তুই মাঠে আছিস্‌ লূকিয়ে বুঝি,
তই মাটি খুঁড়ে তোরে খুঁজি,
আমায় নিয়ে যা রে, যে দেশে তুই-আমি রইতে নারি আর একেলা॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ২৩ মার্চে (শনিবার, ৯ চৈত্র ১৩৪১)  মুক্তিপ্রাপ্ত ' পাতাল পুরী ' চলচ্চিত্রে প্রথম ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ১০ মাস।
     
  • চলচ্চিত্র: পাতাল পুরী [১৯৩৫ খ্রিষ্টাব্দের ২৩ মার্চ (শনিবার, ৯ চৈত্র ১৩৪১)। মাতলা-সর্দ্দারের  গান। গান সংখ্যা ৯]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।