শেষ হ'ল মোর এ জীবনে ফুল ( shesh holo mor e jibone ful)

  রাগ: জৌনপুরী-টোড়ি, তাল: দাদরা
শেষ হ'ল মোর এ জীবনে ফুল ফোটাবার পালা।
ওগো মরণ, অর্ঘ্য লহ সেই কুসমের ডালা॥
        কাটলো কীটে ঝরলো যে-ফুল
        শুকালো যে আশার মুকুল,
তাই দিয়ে হে মরণ তোমার গেঁথেছি আজ মালা॥
সুন্দর এই ধরণীতে কতই ছিল সাধ বাঁচিতে,
হঠাৎ তোমার বাজলো বেণু বিদায়-করুণ ভৈরবীতে।
        তোমার আঁধার-শান্ত কোলে
        শ্রান্ত তনু পড়ুক ঢ'লে,
আর সহে না কুসুম-বিহীন কণ্টকের জ্বালা॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 'গুলবাগিচা' গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩] অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্কলরণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। জৌনপুরী টোড়ি-দাদরা। পৃষ্ঠা: ৪৬]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৪১। জৌনপুরী টোড়ি-দাদরা। পৃষ্ঠা ২৪৮-২৪৯]
  • রেকর্ড: মেগাফোন [জানুয়রি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪১)]। জেএনজি ৯৫। শিল্পী: অশোক সেন।
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ  [নজরুল সঙ্গীত স্বরলিপি, বিয়াল্লিশতম খণ্ড, আষাঢ় ১৪২৫] গান সংখ্যা ২৩। পৃষ্ঠা: ৮৯-৯১ [নমুনা]
     
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।