উড়ে গেল উড়ে গেল ( ure gelo ure gelo)

উড়ে গেল উড়ে গেল
কি? কি? চামচিকে উড়ে গেল – বম্‌
চাম্‌চিকে চিকে বম্‌
ছুকছুকে ছুঁচো চায় কিস্‌মিস্‌ চম্‌চম্‌।
শিঙে ফোঁকো, ফুঁকো শিঙে,
শিঙে ফোঁকো ফোঁকো হায়! হায়! এইত! এইত! এইত!
শিঙে ফোঁকা বম্‌ বম্‌, বম্বে হম্বেটে কম্‌পম্‌॥
বেঁটেখাটো বম্বু ল্যাংলেঙে লম্বু নিট পিটে বম্‌বম্‌ বম্‌বম্‌ বম্‌বম্‌
চক্‌চক্‌ চাক্‌তি, চুলবুলে খাক্‌তি চুপচুপ যুক্তি ধুমধড়াক্কা দুম্‌দাম্‌ দম্‌দম॥
কালো কুচকুচে কেঁচো কোঁচকায়
ছিচকে চোরের চোখ বোঁচকায়।
সব চলে গেছে চাবি দিয়ে কি হবে উপায়?
সব চলে গেছে চিকাগো চিচিঙে চিটে গুড়
বাবুদের টম্‌ টম্‌ – দমদমাদ্দম দমদম দমদম
বমবমাস্বম বম্‌বম্‌ বম্‌বম্‌॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪৩ খ্রিষ্টাব্দের ৩ আগষ্ট (মঙ্গলবার, ১৭ শ্রাবণ ১৩৫০), এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে একটি চুক্তি হয়। এই সময় নজরুল সজ্ঞানে ছিলেন নয়। সম্ভবত নজরুলের পক্ষে স্বাক্ষর করেছিলেন তাঁর স্ত্রী প্রমীলা নজরুল। এই সময় নজরুলের বয়স ছিল ৪৪ বৎসর ২ মাস।
     
  • রেকর্ড:
    • রেকর্ড কোম্পানির সাথে চুক্তি। ৩ আগষ্ট ১৯৪৩ (মঙ্গলবার, ১৭ শ্রাবণর ১৩৫০)। এই চুক্তিতে গানটি ছিল। এই সময় নজরুলের চিকিৎসার বিষয়ে বিশেষ কিছু জানা যায় না। এই মাসে রেকর্ড কোম্পানির সাথে নজরুলের চুক্তি হয়েছিল।
    • এইচএমভি। সেপ্টেম্বর ১৯৪৩ (১৫ ভাদ্র -১৩ আশ্বিন ১৩৫০)। এন ২৭৩৯৯। শিল্পী: রঞ্জিৎ মল্লিক
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৩৯৪। পৃষ্ঠা: ৭৩৪]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।