দুখের কথা শুনাই কারে ওমা জগদম্বা (dukher kotha shunai kare omaa jogodomba)

দুখের কথা শুনাই কারে ওমা জগদম্বা
বলতে গেলে দম ফুরাবে ফর্দ বেজায় লম্বা!
বাপ মা আমার মারা যেতে পাড়ার বুড়োবুড়ি।
সান্ত্বনারি কথা শোনান্‌ – দু কাহন পাঁচকুড়ি!

বল্‌লে তারা ভয় কি বাবা?
(এই আমরা তোমার বাপ মা আছি বাবা)
বললে তারা ভয় কি বাবা? রও তুমি নির্ভরসা
আমরা তোমার বাপ মা হলাম কাটল দুখের বরষা!
ভাবলাম এবার দুঃখু কি তোর দেখলাম মা রম্ভা॥
হায় মা! আমার ফুটো কপাল, সারবে, সারবে সে কোন্‌ মিস্ত্রী
দুদিন বাদেই যমের বাড়ি গেলেন চলে ইস্ত্রী।
পাড়ার এত বৌ থাকতে পোষাকী আটপৌরে
স্বামী আমি আছি বলে কেউ এলো না দৌড়ে।
চক্ষু মেলে রইলুম চেয়ে হায় রে হতভম্বা॥
(আমি) ভাবলাম বই যাক্‌গে আছেন বহুত শ্বশুর কন্যা
ঝুপ করে কেউ আসবে চলে ছুটবে প্রেমের বন্যা।
(আবার) দেড় গণ্ডা ছেলে মেয়ে পাবেন বিনা কষ্টে
হঠাৎ মাগো দেখি সেদিন এলেন আমারি গোষ্ঠে।
রাজমহিষমর্দিনী এক বিকট নিতম্বা।
বিরাট মহিষমর্দিনী এক বিকট নিতম্বা॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ২৪ জানুয়ারি (বৃহস্পতিবার ১০ মাঘ ১৩৪১) তারিখে নজরুলের সাথে টুইন রেকর্ডিং কোম্পানির সাথে চুক্তি হয়। এই চুক্তিতে এই গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৮ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৪০৬। পৃষ্ঠা: ৭৩৯-৭৪০]
  • রেকর্ড:
    • ১৯৩৫ খ্রিষ্টাব্দের ২৪ জানুয়ারি (বৃহস্পতিবার ১০ মাঘ ১৩৪১) তারিখে নজরুলের সাথে টুইন রেকর্ডিং কোম্পানির সাথে চুক্তি হয়। এই চুক্তিতে এই গানটি ছিল।
    •  টুইন [মার্চ ১৯৩৫ (ফাল্গুন-চৈত্র ১৩৪১)। এফটি ৩৭৮০। শিল্পী: হরিদাস বন্দ্যোপাধ্যায় ]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।