দুরন্ত দুর্মদ প্রাণ অফুরান (duronto durmod pran ofuraan)

‘মার্চের সুর’
 
 দুরন্ত দুর্মদ প্রাণ অফুরান
 গাহে আজি উদ্ধত গান।
 লঙ্গি’ গিরি-দরি ঝঞ্ঝা নূপুর পরি’
 ফেরে মন্থর করি’ অসীম বিমান॥
 আমাদের পদভরে ধরা টলমল
 অগ্নিগিরি ভয়ে মন্থর নিশ্চল,
 কম্পমানা ধরা শান্ত অটল –
 চরণে লুটায় ঘোর সিন্ধু-তুফান॥
 মোরা উচ্ছৃঙ্খল ঘোর স্পর্ধা ভরে
 ভাঙি দ্বার, নিষেধের বজ্র-করে,
 করি অসম্ভবের পানে নব অভিযান॥
 মোদের প্রণমি’ যার কাল-ভৈরব
 আমাদের হাতে মৃত্যুর পরাভব,
 মৃত্য নিঙাড়ি’ আনি জীবন-আসব –
 মানুষে করেছি মোরা মহাময়ীয়ান॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 'গুলবাগিচা' গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩] অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। মার্চের সুর। পৃষ্ঠা: ৮২]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৭১।  মার্চের সুর। পৃষ্ঠা ২৬৭-২৬৮]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৩২৩। মার্চের সুর। পৃষ্ঠা: ৭০২।]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।