জাগো নারী জাগো বহ্নি-শিখা (jago nari jago bohni-shikha)

জাগো নারী জাগো বহ্নি-শিখা।
জাগো স্বাহা সীমন্তে রক্ত-টিকা॥
দিকে দিকে মেলি' তব লেলিহান রসনা,
নেচে চল উন্মাদিনী দিগ্‌বসনা,
জাগো হতভাগিনী ধর্ষিতা নাগিনী,
বিশ্ব-দাহন তেজে জাগো দাহিকা॥
ধূ ধূ জ্ব'লে ওঠ ধূমায়িত অগ্নি,
জাগো মাতা, কন্যা, বধূ, জায়া, ভগ্নী!
পতিতোদ্ধারিণী স্বর্গ-স্খলিতা
জাহ্নবী সম বেগে জাগো পদ-দলিতা,
মেঘে আনো বালা বজ্রের জ্বালা
চির-বিজয়িনী জাগো জয়ন্তিকা॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। এই গানটি 'আলেয়া' গীতিনাট্যে ব্যবহৃত হয়েছিল। উল্লেখ্য, কল্লোল পত্রিকার 'আষাঢ় ১৩৩৬' সংখ্যার 'সাহিত্য-সংবাদ' বিভাগে'  বিষয়ে একটি তথ্য পাওয়া যায়। তথ্যটি হলো-

'নজরুল ইসলাম একখানি অপেরা লিখেছেন। প্রথমে তার নাম দিয়েছিলেন 'মরুতৃষ্ণা'। সম্প্রতি তার নাম বদলে 'আলেয়া' নামকরণ হয়েছে। গীতি-নাট্যখানি সম্ভবত মনমোহনে অভিনীত হবে। এতে গান আছে ত্রিশখানি। নাচে গানে অপরূপ হয়েই আশা করি এ অপেরাখানি জনসাধারণের মন হরণ করবে।'

এই বিচারে ধারণা করা যায়, গানটি নজরুল রচনা করেছিলেন, ১৩৩৬ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ-আষাঢ় (জুন-জুলাই ১৯২৯)  মাসের দিকে। এই  সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ১ মাস।

  • মঞ্চস্থ নাটক: আলেয়া। ' নাট্যনিকেতন' রঙ্গমঞ্চ। ৩রা পৌষ ১৩৩৮ (শনিবার ১৯ ডিসেম্বর ১৯৩১)। দ্বিতীয় অঙ্ক: যোগিনীদের গান।
  • গ্রন্থ:
    • আলেয়া
      • প্রথম সংস্করণ [ডি,এম, লাইব্রেরী। ১৩৩৮ বঙ্গাব্দ। দ্বিতীয় অঙ্ক: যোগিনীদের গান]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। চতুর্থ খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা জ্যৈষ্ঠ ১৪১৮।  মে ২০১১। আলেয়া। দ্বিতীয় অঙ্ক:  যোগিনীর গান। পৃষ্ঠা: ৩৪৪-৩৪৫]
    • নজরুল গীতিকা
      •  প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। জাতীয় সঙ্গীত। ১৩। সারং-কাওয়ালি। পৃষ্ঠা ৪২]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা জ্যৈষ্ঠ ১৪১৮।  মে ২০১১। সারং-কাওয়ালি। পৃষ্ঠা: ১৯৩-১৯৪]
  • পত্রিকা:
    • জয়তী [বৈশাখ ১৩৩৭। এপ্রিল-মে ১৯৩০ খ্রিষ্টাব্দ)]
    • ধূমকেতু [ডিসেম্বর ১৯৩১ (পৌষ ১৩৪১)]
  • রেকর্ড:
    • মেগাফোন [আগষ্ট ১৯৩৬ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৩)। শিল্পী: জ্ঞান দত্ত। জে.এন.জি. ৩৩৮]
    • এইচএমভি [জুলাই ১৯৪৯ (আষাঢ়-শ্রাবণ ১৩৫৬) । শিল্পী: জগন্ময় মিত্র। এন ৩১০৪৯] [শ্রবন নমুনা]
       
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
    • রশিদুন্ নবী । নজরুল সঙ্গীত স্বরলিপি (দশম খণ্ড)। প্রথম প্রকাশ, ৩ ফাল্গুন, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫ ফেব্রুয়ারি, ১৯৯৩ খ্রিষ্টাব্দ। নবম গান]  [নমুনা]
    • ইদ্‌রিস আলী। ১৯৩৬ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [শিল্পী: জ্ঞান দত্ত] সুরানুসারে স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি আটচল্লিশতম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে। [নমুনা]
       
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: উদ্দীপনা মূলক
    • সুরাঙ্গ: খেয়ালাঙ্গ
    • রাগ: সারং
    • তাল: ত্রিতাল
    • গ্রহস্বর: 
      • ন্ [রশিদুন নবী-কৃত স্বরলিপি]
      • প্ [ইদ্‌রিস আলী]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।