চক্র-সুদর্শন ছোড়কে মোহন ( chokro-sudorshon chhorke mohon)
চক্র-সুদর্শন ছোড়কে মোহন তুম ব্যনে বনওয়ারী।
ছিন লিয়ে হ্যয় গদা-পদম্ সব মিল করকে ব্রজনারী॥
ছার ভুজা আব দো বনায়ে
ছোড়কে বৈকুণ্ঠ ব্রিজ মে আয়ে,
রাস রচায়ে ব্রিজ্কে মোহন ব্যন্ গ্যয়ে মুরলী-ধারী॥
সত্যভামাকো ছোড়কে আয়ে
রাধা প্যারী সাথমে লায়ে,
বৈতরণী কো ছোড়কে ব্যন গ্যয়ে যমুনাকে তটচারী॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৪) মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ১ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ২৪৫২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৭৫৭।
- রেকর্ড: এইচএমভি [জুন ১৯৩৭ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৪)। এফটি ৯৯২৮। শিল্পী: মড কস্টেলো] [শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- ইদ্রিস আলী। [নজরুল সঙ্গীত স্বরলিপি চুয়াল্লিশততম খণ্ড। নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত। আষাঢ় ১৪২৪/জুন ২০১৮] পৃষ্ঠা: ৭৫-৭৭ [নমুনা]
- পর্যায়: