চল্ চল্ চল্ লো সখি ফুল বাগানে যাই (chol chol chol lo sokhi ful bagane jai)
চল্ চল্ চল্ লো সখি ফুল বাগানে যাই।
বিয়ের ফুল ফুটল আমার সৌরভ ছুটল ভাই॥
সৌরভে তিন ভ্রমর এলো,
তিনজনই দেখ্তে ভালো,
কারে বিয়ে করব বল? হলো বিষম দায়॥
(তাই) তিন জনকে টাকা দিলাম,
শ্রেষ্ঠ জিনিস কিনতে বললাম,
শ্রেষ্ঠ জিনিস কিনতে তারা, বিদেশ গেল ভাই॥
কার জিনিস শ্রেষ্ঠ হবে,
ঐ তিন জন বিচার করবে,
(মোর) কোন দোষ নাহি রবে, সে পাবে আমায়॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। চাপান সং। এক কন্যা-তিনবর। প্রথম দৃশ্য। ষষ্ঠ দৃশ্যান্তর। প্রথম গান। কুলসুমের গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৪৪।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৫৯২]
- বিষয়াঙ্গ: লোককাহিনি অবলম্বনে রচিত 'এক কন্যা-তিনবর' পালার চাপান সং'-এর পঞ্চম গান। ভণিতা নাই।