মার্‌হাবা সৈয়দে মক্কী-মদনী আল্-আরবী (marhaba soiyode mokki-modoni al-arobi)

মার্‌হাবা সৈয়দে মক্কী-মদনী আল্-আরবী।
বাদ্শারও বাদশাহ্ নবীদের রাজা নবী॥
ছিলে মিশে আহাদে, আসিলে আহমদ হয়ে
বাঁচাতে সৃষ্টি খোদার, এলে খোদার সনদ ল’য়ে,
মানুষে উদ্ধারিলে মানুষের আঘাত সয়ে –
মলিন দুনিয়ায় আনিলে তুমি যে বেহেশ্তী ছবি॥
  পাপের জেহাদ-রণে দাঁড়াইলে তুমি একা
নিশান ছিল হাতে ‘লা-শরীক আল্লাহ্’, লেখা,
গেল দুনিয়া হতে ধুয়ে মুছে পাপের রেখা –
বহিল খুশির তুফান উদিল পুণ্যের রবি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ' গুলবাগিচা' গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩]  গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। বেহাগ-কার্ফা। পৃষ্ঠা: ১০৬]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৮৫। বেহাগ-কার্ফা।  পৃষ্ঠা ২৭৮]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৭০২।   রাগ:  রাগ: বেহাগ, তাল: কাহার্‌বা। পৃষ্ঠা: ৫০৭-৫০৮।]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।