শুধু নদীয়ার নহ তুমি আজ shudhu nodiar noho tumi aaj

শুধু নদীয়ার নহ তুমি, আজ
বাঙলার গৌরব।
দিগ্‌দিগন্তে লুটাইয়া পড়ে
তব যশঃ-সৌরভ॥

জলাঙ্গী অঞ্জনা চুর্ণীতে
বাজে তরঙ্গ কল-সঙ্গীতে
কুলকুলু রবে কূলে তাহাদের ধ্বনিছে তোমার স্তব॥
হৃদয়-আসন পাতা ছিল, আজ
পেলে রাজাসন ধীর;
ধন্য হইল শিরোপা আজিকে
বরিয়া তোমার শির।
ওগো বীর, তুমি রাজসম্মান
নিলে জয় করি’, লহ নাই দান;
সুন্দরতম আজ তাই তব
শুভ বিজয়োৎসব॥

  • রচনাকাল ও স্থান: ১৯৩৪ খ্রিষ্টাব্দের ১৫ জুন (শুক্রবার, ৩২ জ্যৈষ্ঠ ১৩৪১) শান্তিপুর নিবাসী খান বাহাদুর মোহাম্মদ আজিজুল হক শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এই কারণে তাঁকে একটি সম্বর্ধনা দেওয়া হয়, ১৯৩৪ খ্রিষ্টাব্দের ২২শে জুলাই (শুক্রবার, ৭ আষাঢ় ১৩৪১)। এই অনুষ্ঠানে নজরুল আমন্ত্রিত অতিথি হয়ে যোগ দেন। এই অনুষ্ঠান উপলক্ষের রচিত একটি গান তিনি স্বকণ্ঠে পরিবেশন করেছিলেন।  এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০৭৪। পৃষ্ঠা: ৯৪১]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।