প্রিয় মুহরে-নবুয়ত-ধারী হে হজরত Prio muhore-nobuot-dhari

 প্রিয়   মুহরে-নবুয়ত-ধারী হে হজরত
                    (প্রিয়) তারিতে উম্মত এলে ধরায়
         মোহাম্মদ মোস্তফা, আমহদ মুরতজা
                    নাম জপিতে নয়নে আঁসু ঝরায়॥
দিলে   মুখে তক্‌বির, দিলে বুকে তৌহিদ
দিলে   দুঃখেরই সান্ত্বনা খুশির ঈদ
দিলে   প্রাণে ঈমান, দিলে হাতে কোরআন
                    শিরে শিরতাজ নাম মুসলিম আমায়॥
  তব   সব নসিহত মোরা গিয়াছি ভুলে
  শুধু   নাম তব আছে জেগে প্রাণের কূলে
         ও-নামে এ প্রাণ-সিন্ধু তব দুলে
              আমি ঐ নামে ত’রে যাব, আছি আশায়॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না ১৯৩৬ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১ মাস।
  • রেকর্ড: এইচএমভি [জুলাই ১৯৩৬ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩)]। এফটি ৯৭৪৫। শিল্পী: সাকিনা বেগম (আশ্চর্যময়ী)। [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • সুরকার: কমল দাশগুপ্ত
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [ইসলামি গান, নাত-এ রসুল]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।