জাগো শ্যামা জাগো শ্যামা আবার রণ-চণ্ডী সাজে (jago shyama jago shyama abar rono-chondi shaje)
জাগো শ্যামা জাগো শ্যামা আবার রণ-চণ্ডী সাজে
তুই যদি না জাগিস মা গো ছেলেরা তোর জাগবে না যে॥
অন্নদা তোর ছেলেমেয়ে
অন্নহারা ফেরে ধেয়ে,
বাঁচার অধিক আছি মরে, দেখে কি প্রাণে না বাজে॥
শ্মশান ভালোবাসিস যে তুই, ভূ-ভারত আজ হল শ্মশান,
এই শ্মশানে আয় মা নেচে, কঙ্কালে তুই জাগা মা প্রাণ।
চাই মা আলো মুক্ত বায়ু
প্রাণ চাই, চাই পরমায়ু,
মোহ-নিদ্রা ত্যাগ কর মা শিব জাগা তুই শবের মাঝে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় মাসে প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- সুর-সাকী
- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৭১ সংখ্যক গান। সিন্ধু কাফি-যৎ। পৃষ্ঠা ২৬৭]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ১৯০০। রাগ: সিন্ধু কাফি, তাল: যৎ। পৃষ্ঠা: ৫৭৩]
- সুর-সাকী