তোমার সজল চোখে লেখা (tomar sojol chokhe lekha)

তোমার সজল চোখে লেখা মধুর গজল গান।
চেয়ে চেয়ে তাই দেখে গো আমার দু'নয়ান॥
        আমার পুঁথির আখর যত
        তোমার মালার মোতির মত,
তাই দেখি আর পাঠ ভুলে যাই, আকুল করে প্রাণ॥
যেমন     বুলবুলি আর রঙিন গোলাব
            লায়লী-মজনু দুইজনে ভাব,
ওদের প্রেমে ধূলির ধরা হল গুলিস্তান॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার ২৬ অগ্রহায়ণ ১৩৪২) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের গান রেকর্ডের বিষয় চুক্তি হয়েছিল। এই চুক্তিতে এই গানটি ছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর ৬ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২ খ্রিষ্টাব্দ। ৬৫৭ সংখ্যক গান।   রাগ: দেশ-খাম্বাজ, তাল: দাদ্‌রা। পৃষ্ঠা: ২০০।
    • নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ৭৩। for Renu Bose (for Tarak Bbanarji লিখে কেটে দেওয়া হয়েছে)। কীর্তন ভাঙা। পৃষ্ঠা: ১০০।]
       
  • রেকর্ড:
    • ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার ২৬ অগ্রহায়ণ ১৩৪২), টুইন রেকর্ড নজরুলের সাথে রেকর্ড কোম্পানির চুক্তিপত্রে গানটির উল্লেখ ছিল।
    • টুইন [জানুয়ারি ১৯৩৬ খ্রিষ্টাব্দ (পৌষ-মাঘ ১৩৪২)। এফটি ৪২১২। শিল্পী: রেণু বসু
       
  • স্বরলিপি ও স্বরলিপিকার:  সেলিনা হোসেন [নজরুল সঙ্গীত স্বরলিপি, তেতাল্লিশতম খণ্ড, আষাঢ় ১৪২৫] গান সংখ্যা ৯। পৃষ্ঠা: ৫০-৫৩ [নমুনা]
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।