ফুলের জলাসায় নীরব কেন কবি (fuler jolshay nirob keno kobi)

ফুলের জলাসায় নীরব কেন কবি?
ভোরের হাওয়ায় কান্না পাওয়ায় তব ম্লান ছবি
                          নীরব কেন কবি॥
যে বীণা তোমার কোলের কাছে
বুক-ভরা সুর ল’য়ে জাগিয়া আছে,
তোমার পরশে ছড়াক্ হরষে
আকাশে-বাতাসে তা'র সুরের সুরভি
                          নীরব কেন কবি॥
তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া আভিমানে রাতে ─
গোলাপ হয়ে কাঁদে তাহারি কামনা উদাস-প্রাতে।
ফিরে যে আসিবে না ভোলো তাহারে
চাহ তাহার পানে দাঁড়ায়ে যে দ্বারে,
অস্ত-চাঁদের বাসনা ভোলাতে
অরুণ-অনুরাগে উদিল রবি
                         নীরব কেন কবি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ১৬ই মার্চ (শুক্রবার, ৩ চৈত্র ১৩৪৬), সন্ধ্যা ৭.১৫টায় কলকাতা বেতারকেন্দ্র থেকে নজরুলের রচিত ইরানের স্বপ্ন (গীতিকা) প্রথম প্রচারিত হয়েছিল। এই গীতিকাতে এই গানটি ব্যবহার করা হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ১০ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৬০।]
    • নজরুল-রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ (ষষ্ঠ খণ্ড)। বাংলা একাডেমী ঢাকা। ২৭ আগষ্ট ২০০৭।  বুলবুল (দ্বিতীয় খণ্ড)। গান ৬২। পৃষ্ঠা: ২৮৪-২৮৫
  • বেতার:
    • ইরানের স্বপ্ন (গীতিকা)
      • প্রথম প্রচার:  কলকাতা বেতার কেন্দ্র। [১৬ মার্চ ১৯৪০ (শনিবার, ৩ চৈত্র ১৩৪৬)। প্রচার সময়: রাত ৭-১৫-৭.৫৯ মিনিট। শিল্পী: শৈল দেবী।
            সূত্র: [বেতার জগৎ। ১১শ বর্ষ, ৬ষ্ঠ। ১৬ মার্চ ১৯৪০। পৃষ্ঠা ৩০৪
      • দ্বিতীয় প্রচার: কলকাতা বেতার কেন্দ্র। ২৬ অক্টোবর ১৯৪০ (শনিবার ৯ কার্তিক ১৩৪৭)। প্রচার সময়: রাত ৮টা থেকে ৮.৩৮ মিনিট।
            সূত্র:
        • [বেতার জগৎ। ১১শ বর্ষ, ২০শ [১৬ অক্টোবর ১৯৪০] পৃষ্ঠা: ১১০৯
        • The Indian leistener [Vol. V. No. 20. (26 October, 1940 Page 1685)] Calcutta 1, Transmission III,  Dream of Iran
  • রেকর্ড: এইচএমভি [মার্চ ১৯৪৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪৬)। এন. ২৭৪৩৯। শিল্পী : শ্রীযুক্ত ধীরেন্দ্র চন্দ্র মিত্র। সুরকার নজরুল ইসলাম।] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি: আসাদুল হক। নজরুল সঙ্গীত স্বরলিপি (চতুর্থ খণ্ড)। দ্বিতীয় মুদ্রণ [নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫। ১২ সংখ্যক গান। পৃষ্ঠা ৭৩-৭৬]  [নমুনা]
  • সুরকার: কাজী নজরুল ইসলাম।
     
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।