ফুলবীথি এলে অতিথি (fulbithi ele otithi)

স্ত্রী      :   ফুল বীথি এলে অতিথি
             চম্পা মঞ্জরি-কুঞ্জে পড়ে ঝরি' চঞ্চল তব পায়।
পুরুষ  :   কুড়ায়ে সেই ঝরা ফুল, চাঁপার মুকুল
             গেঁথেছি মোহন-মালিকা পরাব বলিয়া তোমার গলায়॥
স্ত্রী      :   হে রূপ-কুমার, সুন্দর প্রিয়তম
             এলে যে ফিরিয়া দাসীরে স্মরিয়া জীবন সফল মম।
পুরুষ  :   পরো কুন্তলে ধরো অঞ্চলে
             অমলিন প্রেম-পারিজাত,
স্ত্রী      :   কি হবে লয়ে সে ফুল-মালা যাহা নিশি ভোরে শুকায়।
পুরুষ  :   মোছ মোছ আঁখিধার লহ বাহুর হার ভোলো অতীত ব্যথায়।
উভয়ে :   বিরহ অবসানে মিলন মধুর প্রিয়
             এ মিলন-নিশি যেন আর না পোহায়॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৪)  মাসে, এইচএমভি এই গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৩ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৭ (ভাদ্র-আশ্বিন ১৩৪৪)। এন ৯৯৫৫। শিল্পী: গিরীন চক্রবর্তী ও হরিমতী। সুর: নজরুল ইসলাম]
  •  বেতার: কলকাতা বেতার। কলকাতা খ। চতুর্থ অধিবেশন। সন্ধ্যা ৯:৩০। ৪ ডিসেম্বর ১৯৩৯ (সোমবার, ১৮ অগ্রহায়ণ ১৩৪৬)। এইচএমভি থেকে প্রকশিত গিরীন চক্রবর্তী ও হরিমতী'র গীত রেকর্ড বাজানো হয়েছিল।
    • সূত্র:
      • বেতার জগৎ। ১০ম বর্ষ, ২৩শ সংখ্যা। পৃষ্ঠা: ৯১৬
      • The Indian Listener, Vol. IV, No. 23 November 1939. page 1623
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। নজরুল সঙ্গীত স্বরলিপি (নবম খণ্ড)। প্রথম প্রকাশ, তৃতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। ২ পৌষ, ১৩৯৯ বঙ্গাব্দ/ ১৬ ডিসেম্বর, ১৯৯২ খ্রিষ্টাব্দ। ১৭ সংখ্যক গান] [নমুনা]
     
  • সুরকার: কাজী নজরুল ইসলাম।
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।