ওগো বন্ধু! দাও সাড়া দাও (ogo bondhu dao sara dao)

ওগো বন্ধু! দাও সাড়া দাও এই কি পথের শেষ?
এই কি তোমার স্বপ্নে দেখা মধুমালার দেশ?
মহাসাগর! সাক্ষী থেকো! আমার কথা বলো
তার বিবাহের লগ্নে আমার যাবার সময় হলো।
সে তার পথ পেল যখন
পথ হারালাম আমি তখন
যে আমায় আনল পথে সে আজ নিরুদ্দেশে॥
তোমার শীতল জলে
তোমার অতল তলে
জুড়াও ওগো জুড়াও আমার সকল ক্লেশ॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের ২০ অক্টোবর (বৃহস্পতিবার ২ কার্তিক ১৩৪৬), ' মধুমালা' নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৪ মাস।
     
  • মঞ্চনাটক: মধুমালা (নাটক)। নাট্যভারতী রঙ্গমঞ্চ [২০ অক্টোবর ১৯৩৯ খ্রিষ্টাব্দ (শনিবার ৩ কার্তিক ১৩৪৬)। তৃতীয় অঙ্ক। কাঞ্চনমালার গান।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ২২১৮]
    • নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংস্করণ সপ্তম খণ্ড (কার্তিক ১৪১৯/নভেম্বর ২০১২)। তৃতীয় অঙ্ক। কাঞ্চনমালার গান। পৃষ্ঠা: ৩১৭-৩১৮

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।