কা'বার জিয়ারতে তুমি কে যাও মদিনায় (kabar jiarote tumi ke jao modinay)

কা'বার জিয়ারতে তুমি কে যাও মদিনায়।
আমার সালাম পৌঁছে দিও নবীজীর রওজায়

            হাজিদের ঐ যাত্রা-পথে
            দাঁড়িয়ে আছি সকাল হ'তে,
কেঁদে' বলি, কেউ যদি মোর সালাম নিয়ে যায়॥
পঙ্গু আমি, আরব সাগর লঙ্ঘি কেমন ক'রে,
তাই নিশিদিন কাবা যাওয়ার পথে থাকি প'ড়ে।
            বলি, ওরে দরিয়ার ঢেউ
      মোর সালাম নিয়ে গেল না কেউ,
তুই দিস্ মোর সালামখানি মরুর 'লু'-হাওয়ায়॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৯ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪৪-বৈশাখ ১৩৪৫) মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ১০ মাস।
  • গ্রন্থ:
    • জুলফিকার
      • দ্বিতীয় সংস্করণ [ডিসেম্বর, ১৯৫২ (পৌষ ১৩৫৯ বঙ্গাব্দ)]
      • নজরুল রচনাবলী সপ্তম খণ্ড [কার্তিক ১৪১৯, নভেম্বর ২০১২। জুলফিকার দ্বিতীয় খণ্ড। ৩২ [৩১]। পৃষ্ঠা ১০৭]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১৩২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪০৪।
  • পত্রিকা: মোহাম্মদী (ভাদ্র ১৩৪৬ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৯)। শিরোনাম: সালাম।
  • রেকর্ড:
    • টুইন  [এপ্রিল ১৯৩৯ (চৈত্র ১৩৪৪-বৈশাখ ১৩৪৫)। এফটি ১২৭৬৯। শিল্পী: এ.এম সিরাজুর রহমান]
    • এইচএমভি  [নভেম্বর ১৯৪৮ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৫৫)। এন ১৯৭২২। শিল্পী: মফিজুল ইসলাম। সুর: গিরীন চক্রবর্তী]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।