কী অনল জ্বলে লো সই কী অনল জ্বলে (ki onol jole lo soi)

নাটক: 'মধুমালা' (ঘুমপারীর গান)

          কী অনল জ্বলে লো সই কী অনল জ্বলে।
          নয়ন ভরল জলে লো সই আমার হিয়ার তলে॥
(আমি)  উদাসী পাগল হ'য়ে না ত্যাজিলাম কায়া
    এই  চাঁদের মুখে পড়ল আমার রাহুল প্রেমের ছায়া,
   মোর  বুকের মাঝে সাত সিন্ধুর একি ঢেউ উথলে॥

 

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের ২০ অক্টোবর (বৃহস্পতিবার ২ কার্তিক ১৩৪৬), ' মধুমালা' নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৪ মাস।
     
  • মঞ্চনাটক: মধুমালা (নাটক)। নাট্যভারতী রঙ্গমঞ্চ [২০ অক্টোবর ১৯৩৯ খ্রিষ্টাব্দ (শনিবার ৩ কার্তিক ১৩৪৬)।  দ্বিতীয় অঙ্ক। ঘুমপরির গান।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১৩৫৭]
    • নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংস্করণ সপ্তম খণ্ড (কার্তিক ১৪১৯/নভেম্বর ২০১২)। দ্বিতীয় অঙ্ক। ঘুমপরীর গান। পৃষ্ঠা: ২৮২

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।