খা খা খা তোর বক্ষিলারে খা (kha kha kha tor bokhhilare kha)

          খা খা খা
          তোর বক্ষিলারে খা
          তারি দিব্যি ফণাতে তোর যে ঠাকুরের পা'।
          বিষহরি শিবের আজ্ঞ্যে দোহাই মনসা,
          আমায় যদি কামড়াস খাস জরৎ-কারুর হাড়
          নাচ নাগিনী ফণা তুলে, নাচ রে হেলেদুলে
          মারলে ছোবল বিষ-দাঁত তোর অমনি নেব তুলে
          বাজ তুবরী বাজ ডমরু বাজ, নাচ রে নাগ-রাজ"॥

          সাপুড়িয়া রে-
          বাজাও বাজাও সাপ-খেলানোর বাঁশি।
          কালিদহে ঘোর উঠিল তরঙ্গ রে
          কালনাগিনী নাচে বাহিরে আসি'॥
          ফণি-মনসার কাঁটা-কুঞ্জতলে
          গোখ্‌রা কেউটে এলো দলে দলে রে
          সুর শুনে ছুটে এলো পাতাল-তলের
          বিষধর বিষধরী রাশি রাশি॥
          শন্‌-শন্‌-শন্-শন্‌ পুব হাওয়াতে
          তোমার বাঁশি বাজে বাদলা-রাতে
          মেঘের ডমরু বাজাও গুরু গুরু বাঁশির সাথে।
          অঙ্গ জর জর বিষে
          বাঁচাও বিষহরি এসে রে
          এ কি বাঁশি বাজালো কালা, সর্বনাশী॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের অক্টোবর  (আশ্বিন-কার্তিক ১৩৪৩) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৪ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৩৭ (আশ্বিন-কার্তিক ১৩৪৪)। এন ৯৯৬০। শিল্পী সীতা দেবী। সুর: নজরুল ইসলাম। বিষয়- সর্পনৃত্য [শ্রবণ নমুনা]
     
  • বেতার: জিপসীদের সঙ্গে (সঙ্গীতানুষ্ঠান)। কলকাতা বেতার কেন্দ্র। [২রা মার্চ ১৯৪০ খ্রিষ্টাব্দ  (শনিবার, ১৮ ফাল্গুন ১৩৪৬)। সন্ধ্যা ৭.০৫-৭.৪৪ মিনিট]
        সূত্র: বেতার জগৎ। ১১ বর্ষ ৫ম সংখ্যা। পৃষ্ঠা: ২৪৯

     
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ । নজরুল-সঙ্গীত স্বরলিপি তৃতীয় খণ্ড। প্রথম প্রকাশ, দ্বিতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। বৈশাখ ১৪০২। এপ্রিল ১৯৯৬। ১৯ সংখ্যক গান। পৃষ্ঠা ৯১-৯৪] [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: নাট্যগীতি
    • (সর্পনৃ্ত্য)
    • সুরাঙ্গ: লোক-সঙ্গীত
    • তালকাহারবা
    • গ্রহস্বর: সা।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।