জাগো কৃষ্ণকলি, জাগো কৃষ্ণকলি (jago krishnokoli,jago krishnokoli)

        জাগো কৃষ্ণকলি, জাগো কৃষ্ণকলি।
        মধুকরের মিনতি মানো, ডাকে জাগো বলি',
                                          বিহগ-কাকলি॥
        তব দ্বারে বারে বারে মন-উদাসী
        ভোরের হাওয়া এসে বাজায় বাঁশি,
        ফিরে গেল ভ্রমরা মউ-পিয়াসি -
        অযথা বিতানে কানে কথা বলি॥
  হের  হাতের তার ফুলঝুরি ফেলে' ধূলায়
        উদাসী বসন্ত মাগে বিদায়,
        দীরঘ-শ্বাস ফেলি' ঝরা পাতায়।
 চাহে  রঙিন ঊষা তব রঙের আভাস
  তব  লাল আভায় লজ্জা পায় হিঙুল পলাশ।
এলো  কোকিল তোমার রঙে খেল্‌তে হোলি॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩) মাসে,  এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেক্র্ড করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৬ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১১১৮। পৃষ্ঠা: ৩৪১-৩৪২]
  • রেকর্ড:
    • ১৯৩৭ খ্রিষ্টাব্দের ২৬ জানুয়ারি (মঙ্গলবার, ১৩ মাঘ ১৩৪৩) এইচএমভি'র সাথে নজরুলের যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছিল, তাতে গানটি ছিল।
    • এইচএমভি [ডিসেম্বর ১৯৩৬ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩)। এন ৯৮১৫। শিল্পী: নিতাই
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি [বসন্ত]
    • সুরাঙ্গ: গজলাঙ্গ

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।