জাগো দেবী দুর্গা, চণ্ডিকা মহাকালী (jago debi durga,chondika mohakali)
জাগো দেবী দুর্গা, চণ্ডিকা মহাকালী।
মধুকৈটভ মহিষাসুর শুম্ভ নিশুম্ভ-বিনাশিনী
প্রলয়ঙ্করী করালী॥
ভারত-শ্মশানে শবের মাঝে শিব জাগাও,
তাথৈ তাথৈ নৃত্যে পাষাণের ঘুম ভাঙাও,
রক্তরাগে মাগো দশ দিক রাঙাও রাঙাও।
দৈত্য-কারাগারে আগুন জ্বালি (কালী)॥
যুগে যুগে তুমি আসি, দৈত্য-ভীতি বিনাশি’
সন্তানে দিয়াছ অভয় করুণা প্রকাশি।
আবার ধরণীতে হও অবতীর্ণা শ্রীচণ্ডী
বরাভয় শিবশক্তি নৃমুণ্ডমালী॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ১৮ অক্টোবর ১৯৩৯ (বুধবার, ১ কার্ত্তিক ১৩৪৬), মিনার্ভা থিয়েটার মঞ্চে মহেন্দ্র গুপ্তের 'দেবী দুর্গা' মঞ্চস্থ হয়েছিল। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৪ মাস।
- মঞ্চ: দেবী দুর্গা (নাটক)। [মিনার্ভা থিয়েটার, ১৮ অক্টোবর ১৯৩৯ (বুধবার, ১ কার্ত্তিক ১৩৪৬)] দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় দৃশ্য। আনন্দের গান।