ঠ্যালার নাম গাও রে খাঁচার পাখি (thyalar nam gao re khachar pakhi)

ঠ্যালার নাম গাও রে খাঁচার পাখি।
ও ঠ্যালার বদন মেলে ডাকি॥
ও ঠ্যালায় জলে ভাসে শিলে
ঠ্যালার মত ঠ্যালা দিলে,
গুঁতো কেষ্ট কেত্তন গাবে
লঙ্কা-ওআরের বাঁদর মিলে-
ওরে দেখবে এবার সর্ষে প্রসূণ যত খটাস্ আঁখি॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৫১৫। পৃষ্ঠা: ৭৭৫]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।