তুমি এতদিনে মরণ টানে টানলে (tumi etodine moron tane tanle)

তুমি এতদিনে মরণ টানে টানলে বুকের কাছে (ওগো বন্ধু পরান বন্ধু)
তোমায় দিলাম তোমায় দিলাম ত্রিভুবনে যত কিছু আমার প্রিয় আছে।
       (ওগো বন্ধু পরান বন্ধু)॥
আমা বসন আমার ভূষণ আমার কুল মান
আমার প্রেমের অহঙ্কার গো আমার অভিমান
    তোমায় দিলাম তোমায় দিলাম বন্ধু
(আজ) সকল দিয়ে বিনিময়ে তোমায় শুধু যাচে
দাসী তোমায়, তোমায় শুধু যাচে, ওগো বন্ধু পরম বন্ধু॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের ২০ অক্টোবর (বৃহস্পতিবার ২ কার্তিক ১৩৪৬), ' মধুমালা' নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৪ মাস।
     
  • মঞ্চনাটক: মধুমালা (নাটক)। নাট্যভারতী রঙ্গমঞ্চ [২০ অক্টোবর ১৯৩৯ খ্রিষ্টাব্দ (শনিবার ৩ কার্তিক ১৩৪৬)।  তৃতীয় অঙ্ক। কাঞ্চনমালার গান।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ২২৪২]
    • নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংস্করণ সপ্তম খণ্ড (কার্তিক ১৪১৯/নভেম্বর ২০১২)। তৃতীয় অঙ্ক।  কাঞ্চনমালার গান। পৃষ্ঠা: ৩১২-৩১৩

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।