তুমি চ'লে যাবে দূরে (tumi chole jabe dure)

নাটিকা: 'লায়লী-মজনু'

(হায়)   তুমি চ'লে যাবে দূরে লায়লী তব মজনু কাঁদিবে একা।
          বুঝি পাব না তোমায় জীবনে বুঝি এই নিয়তির লেখা॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪২) মাসে, এইচএমভি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর ২ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ১৪৪৮। পৃষ্ঠা: ৪৩৬]
    • নজরুল সঙ্গীত স্বরলিপি, আটচল্লিশতম খণ্ড। স্বরলিপিকার: ইদ্‌রিস আলী। [কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪২৬। নভেম্বর ২০১৯। পৃষ্ঠা: ৮৪-৮৫]  [নমুনা]
       
  • রেকর্ড: এইচএমভি। রেকর্ড নাটিকা লাইলী মজনু। নাট্যকার মন্মথ রায় আগষ্ট ১৯৩৫ (শ্রাবণ-ভাদ্র ১৩৪২)।   তৃতীয় ও চতুর্থ খণ্ড। এন ৭৩৯৭। মজনুর গান। শিল্পী: ধীরেন দাস।
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
    • ইদ্‌রিস আলী। ১৯৩৫ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [শিল্পী:  ধীরেন দাস] সুরানুসারে স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি আটচল্লিশতম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে। [নমুনা]
       
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম (নাট্যগীতি)
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী
    • রাগ: ভৈরবী
    • তাল: বৈতালিক
    • গ্রহস্বর: সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।