নিয়ে ষণ্ডা মার্কা গিন্নি (niye shondamarka ginni)

দে গরুর গা ধুইয়ে ─
নিয়ে ষণ্ডা মার্কা গিন্নি গণ্ডা তিনেক আণ্ডা বাচ্চা
ঠাণ্ডা মেরে গেছি দাদা তোমরা ভাব আজি আচ্ছা
আমি থাকি বাছুর ধরে খায় অন্যে গাই দুইয়ে।
দে গরুর গা ধুইয়ে ─
নিতি নূতন পুষ্যি (গজায়) যেন গোদের উপর গ্যাঁজ
যেন দুম্বা ভেড়ার ন্যাজ বাবা
(ঘরে) হাঁড়িতে ইঁদুর ডন ফেলে আর বাহিরে রসুন প্যাঁজ
ভাই হোটেলে রসুন প্যাঁজ
চুটকে আমায় চাটনী করলে সিক্‌নি ঝরে নাক চুইয়ে।
দে গরুর গা ধুইয়ে ─
খামচা খামচি করে নিতুই এ সংসারের সাথে
নুন ছাল উঠে গেল প্রাণের মাথা হল আলু ভাতে
করাত চেরা করে বরাত আমার উপর চিৎ শুইয়ে।
দে গরুর গা ধুইয়ে ─
পাছড়ে ফেলে স্ত্রী পুত্র যেন প্যাঁচড়া আঁচড়ায়
জিসকা ফাটে উসকা ফাটে ধোবি বসে আছড়ায়
ন্যাংটা শিরের মন্ত্র দাদা পেয়েছি দু-কান খুইয়ে।
দে গরুর গা ধুইয়ে ─ জোরেসোরো।

 

  • রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ) মাসে প্রকাশিত 'চন্দ্রবিন্দু' সঙ্গীত-সংকলনে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩২ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • চন্দ্রবিন্দু
      • প্রথম সংস্করণ [সেপ্টেম্বর ১৯৩১, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। চন্দ্রবিন্দু। কমিক গান। শিরোনাম: দে গরুর গা ধুইয়ে। পৃষ্ঠা: ২০৪-২০৫]
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ৮৫২। পৃষ্ঠা ২৬২]
  • রেকর্ড:
    • ১৯৪০ খ্রিষ্টাব্দের ১৪ ফেব্রুয়ারি (শনিবার, ২ ফাল্গুন ১৩২০), গানটি রেকর্ড হয়েছিল। এই রেকর্ডের অপর গানটি ছিল- দাদা বলতো কিসের ভাবনা  [তথ্য]।  এর টেস্ট কপির নম্বর ছিল- O.mc 10504। গানটি ইংরেজ সরকার বাজেয়াপ্ত করার কারণে প্রকাশিত হয় নি। এর টেষ্ট কপি বরদা গুপ্তের কাছে রক্ষিত আছে।
    • মেগাফোন। (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৭)। জেএনজি ৫৫২৫। শিল্পী: সারদা গুপ্ত। সুরকার: কাজী নজরুল ইসলাম

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।