ঝরা ফুল দলে কে অতিথি (jhora ful dole ke otithi)

ঝরা ফুল দ'লে কে অতিথি
সাঁঝের বেলা এলে কানন-বীথি॥
চোখে কি মায়া ফেলেছে ছায়া
যৌবন মদির দোদুল কায়া
তোমার ছোঁয়ায় নাচন লাগে দখিন হাওয়ায়
লাগে চাঁদের স্বপন বকুল চাঁপায়,
কোয়েলিয়া কুহরে কু কু গীতি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি 'আলেয়া' গীতিনাট্যে ব্যবহৃত হয়েছিল। উল্লেখ্য, কল্লোল পত্রিকার 'আষাঢ় ১৩৩৬' সংখ্যার 'সাহিত্য-সংবাদ' বিভাগে' এ বিষয়ে একটি তথ্য পাওয়া যায়। তথ্যটি হলো-

'নজরুল ইসলাম একখানি অপেরা লিখেছেন। প্রথমে তার নাম দিয়েছিলেন 'মরুতৃষ্ণা'। সম্প্রতি তার নাম বদলে 'আলেয়া' নামকরণ হয়েছে। গীতি-নাট্যখানি সম্ভবত মনোমোহনে অভিনীত হবে। এতে গান আছে ত্রিশখানি। নাচে গানে অপরূপ হয়েই আশা করি এ অপেরাখানি জনসাধারণের মন হরণ করবে।'

এই বিচারে ধারণা করা যায়, গানটি নজরুল রচনা করেছিলেন, ১৩৩৬ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ-আষাঢ় (জুন ১৯২৯) মাসের দিকে। কিন্তু, গ্রন্থাকারে প্রকাশের সময়, আলেয়াতে এ গানটি ব্যবহৃত হয় নি। জয়তী পত্রিকার কার্তিক-পৌষ ১৩৩৮ (অক্টোবর ১৯৩১-জানুয়ারি ১৯৩২) সংখ্যায় প্রকাশিত আলেয়ার ৬টি গানের মধ্যে এই গানটি ছিল। পত্রিকায় প্রকাশের সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ৫ মাস।

  • পত্রিকা: নাচঘর। আলেয়া নাটকের গান। ২রা পৌষ, ১৩৩৮ (শুক্রবার ১৮ ডিসেম্বর)।
  • রেকর্ড:  টুইন [জুন ১৯৩২ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ)। এফটি ২০১৬। শিল্পী: হরিমতী]   [শ্রবণ নমুনা] [অন্তরা ভট্টাচার্য্য(শ্রবণ নমুনা)]
  • গ্রন্থ:
    • জুলফিকার
      • প্রথম সংস্করণ। অক্টোবর ১৯৩২। আশ্বিন ১৩৩৯। জুলফিকার-২২। কাফি-দাদরা
      • নজরুল রচনাবলী, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৪, মে ২০০৭, বাংলা একাডেমী। জুলফিকার। ২২ সংখ্যক গান। কাফি-দাদরা। পৃষ্ঠা: ৩০৬] 
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি [বসন্ত]
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: পমা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।