পরমা প্রকৃতি দুর্গে শিবে (poroma prakriti durge shib)

পরমা প্রকৃতি দুর্গে শিবে, গৌরী নারায়ণী লহ প্রণতি।
লহ মা আনন্দে নৃত্যের ছন্দে উদার বন্দনা সন্ধ্যা আরতি॥
                ঝরনা ধারায় নদী সিন্ধু তরঙ্গে
                মৃদঙ্গ বাজে নিতি মধুর বিভঙ্গে।
অসীম অম্বর মন্দির তলে জ্বলে রবি চন্দে আরতি দীপ-জ্যোতি॥
                প্রসীদ শরণাগত দীন-তারিণী,
                চিরমঙ্গলময়ী দুর্গতিহারিণী,
জয় মহাকালী, জয় মহালক্ষ্মী জয় চণ্ডিকে মহাসরস্বতী॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৯ খ্রিষ্টাব্দের ১৮ অক্টোবর ১৯৩৯ (বুধবার, ১ কার্ত্তিক ১৩৪৬), মিনার্ভা থিয়েটার মঞ্চে মহেন্দ্র গুপ্তের 'দেবী দুর্গা' মঞ্চস্থ হয়েছিল। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৪ মাস।
     
  • মঞ্চ: দেবী দুর্গা (নাটক)। [মিনার্ভা থিয়েটার, ১৮ অক্টোবর ১৯৩৯ (বুধবার, ১ কার্ত্তিক ১৩৪৬)] প্রথম অঙ্ক। চতুর্থ দৃশ্য। ঋষি কুমারীগণের গান।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।