শুকশারি সম তনু মন মম
শুকশারি সম তনু মন মম নিশিদিন গহে তব নাম।
শুকতারা সম ছলছল আঁখি পথ চেয়ে থাকি ঘনশ্যাম॥
হে চির সুন্দর আধো রাতে আসি’
বল বল কে বাজায় আশার বাঁশি,
কেন মোর জীবন-মরণ শ্রীহরি তব শ্রীচরণে সঁপিলাম।
কেন গোপন রোদনের যমুনায় জোয়ার আসে?
কেন নব নীরদ মায়া ঘনায় হৃদি-আকাশে।
দেখা যদি নাহি দেবে কেন মোরে ডাকিলে
কেন, অনুরাগ-তিলক ললাটে আঁকিলে
কেন কুহু কেকা সম বিরহ অভিমান অন্তরে কাঁদে অবিরাম॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৮) মাসে, হিন্দুস্তান রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ৪ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ৩০০৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৯১৯।
- রেকর্ড: হিন্দুস্তান [অক্টোবর ১৯৪১ (আশ্বিন-কার্তিক ১৩৪৮)। এইচ ৯৫৮। শিল্পী: রেণুকা দাশগুপ্ত। সুর: নজরুল।
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- সঙ্গীত গীতাঞ্জলি তৃতীয় খণ্ড [দ্বিতীয় সংস্করণ। জেনারেল প্রিন্টার্স য়্যান্ড পাবলিশার্স প্রাইভেট লিমিটেড। ১৩৮৪ খ্রিষ্টাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৫ মে ১৯৭৭)] স্বরলিপিকার: নিতাই ঘটক। [নমুনা]
- আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, চুয়ান্নতম খণ্ড, কবি নজরুল ইন্সটিটিউট, আশ্বিন ১৪২৮। সেপ্টেম্বর ২০২১] গান সংখ্যা ১৯। পৃষ্ঠা: ৯৮-১০০ [নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- পর্যায়
- বিষয়াঙ্গ: ভক্তি [সনাতন ধর্ম, বৈষ্ণব]
- সুরাঙ্গ: কীর্তনাঙ্গ
- তাল: কাহারবা
- গ্রহস্বর: জ্ঞা